ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

তীব্র গরমে বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২২ এপ্রিল ২০২৪  

তীব্র গরমে বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ

তীব্র গরমে বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ

চলমান দাবদাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে পাঠদান ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে এমন সিদ্ধান্ত হয়। 

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সশরীরে সব বিভাগে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এসময়ে বিভাগসমূহ অনলাইনে পাঠদান করাতে পারবে। এছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য  দাফতরিক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হলেও সময় কমিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের সনদ উত্তোলনসহ অন্যান্য জরুরি কাজের জন্য দাফতরিক কার্যক্রম সীমিতকরণ করে চলমান রাখা হয়েছে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়