ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোণায় মোমবাতি জ্বালিয়ে একুশের মাস ফেব্রুয়ারিকে বরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চেতনার জাগরণে মহান ভাষার মাস প্রাণের ফেব্রুয়ারিকে স্পন্দিত হৃদয়ে বরণ করতে নেত্রকোণায় মোমবাতি প্রজ্বলন, দেশাত্ববোধক সংগীতসহ নানা কর্মসূচী হাতে নেয়া হয়।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী নেত্রকোণার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মহান ভাষার মাস প্রাণের ফেব্রুয়ারিকে স্পন্দিত হৃদয়ে বরণ কর্মসূচীর উদ্ধোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান।

মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, শিখরের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, সংগঠনের সভাপতি দেবশীস সরকার, অধ্যাপক মানিক সাহা, কবি স্বপন পাল, নারী নেত্রী কহিনূর আক্তার, সংগঠক মৃনাল চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি কুন্তল সরকার প্রমুখ।

এ সময় বক্তারা, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় বায়ান্নর ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তা রক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সংগীত একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়