ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পূজামন্ডব পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৩ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় কালিমাতা মন্দিরের পুজা মন্ডপ (কেন্দ্রীয় মন্দির) পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। রোববার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের উত্তর বাজার এলাকায় কেন্দ্রিয় মন্দির সরজমিনে পরিদর্শনকালে পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিব, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক আশরাফ আলী আকন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার সুভাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়