ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বাংলাদেশিদের জন্যে যুক্তরাজ্যে স্কলারশিপের সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ২১০টি গ্রেট স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ৭১টি শীর্ষ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। গ্রেট স্কলারশিপ নামের বিশেষ মেধাভিত্তিক বৃত্তিগুলো যুক্তরাজ্যে (ইউ.কে) স্নাতকোত্তর ডিগ্রি নিতে ইচ্ছুকদের জন্যে দেওয়া হবে। 

এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সের জন্য প্রতিটি মেধাবৃত্তির সর্বনিম্ন অর্থ ধরা হয়েছে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকার সমান।

বাংলাদেশ ছাড়াও এই বৃত্তির আওতায় পড়বে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্ক ইত্যাদি দেশের যোগ্য শিক্ষার্থীরা। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে নির্বাচিতদের স্নাতকোত্তর প্রোগ্রামের ক্লাস। 

এসব মেধাবৃত্তি যৌথভাবে অর্থায়ন করেছে যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন এবং ব্রিটিশ কাউন্সিল। 

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়