ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

কিশোরগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ২৪ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পৌর এলাকায় ডেঙ্গু নির্মুলের লক্ষ্যে ‘পরিচ্ছন্ন থাকবো, ডেঙ্গু মুক্ত রাখবো’ স্লোগানে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জেলা শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আনুষ্ঠানিকভাবে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।

অভিযান উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা শুভংকর পাল অপু, হিসাব সহকারী মো. আনোয়ার হোসেন ভূঞা প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

পৌরমেয়র মাহমুদ পারভেজ ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

পরে পৌর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার সব এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়