ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

আশ্রয়নের ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দুমকীর ৪২৩ নিঃস্ব পরিবারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ৪ নভেম্বর ২০২৩  

আশ্রয়নের ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দুমকীর ৪২৩ নিঃস্ব পরিবারের

আশ্রয়নের ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দুমকীর ৪২৩ নিঃস্ব পরিবারের

পটুয়াখালীর দুমকীতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিয়েছে গৃহহীন ও ভূমিহীনদের জীবনধারা। এ উপজেলার অসহায় গৃহহীন হতদরিদ্র মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।

আশ্রয়নের টেকসই, মজবুত রঙিন সেমি-পাকা ঘর পেয়ে আনন্দে দিন যাপন করছে। এখানে বসবাসরত হতদরিদ্র মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগ পাকাঘর ও জমি পাওয়া সুবিধা বঞ্চিত পরিবারগুলো অনেক খুশি। সূত্রে জানা যায়, দুমকী উপজেলায় ৩ ধাপে মোট আশ্রয়নের ৪২৩টি ঘর তৈরি করে সুবিধা ভোগিদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে আশ্রয়ন প্রকল্প-১ এ রয়েছে ৩’ শ ঘর। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৭১হাজার টাকা। আশ্রয়ন প্রকল্প -২ এ নির্মিত ৫০টি ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৯১হাজার টাকা এবং আশ্রয়ন প্রকল্প -৩ এ নির্মিত ৭৩টি ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় হয়েছে ২লক্ষ ৫৯ হাজার টাকা।আশ্রয়ন প্রকল্পের মধ্যে শ্রীরামপুর ইউনিয়নের জামলায় ২৪টি, আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলায় ৪২টি ও বাহেরচরে ৯টি, মুরাদিয়া ইউনিয়নে৩৫টি ও পাঙ্গাশিয়া ইউনিয়নে ১৩টি ঘর খাসজমিতে নির্মান করা হয়েছে।এছাড়াও জামলা আশ্রয়ন প্রকল্পে নামাজ আদায়ের জন্য একটি সুন্দর মসজিদ ও পানিয় সংকট নিরসনে আবাসন সংলগ্ন মুরাদিয়া নদীতে ২টি ঘাটলা নির্মাণ করা হয়েছে। এসকল আবাসনে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ। উত্তর মুরাদিয়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে পরিবার গুলো।জামলা আবাসনের ৮নং ঘরে বসবাসরত ৭০ বছরের বৃদ্ধ শামসুল হক মোল্লা ও তার স্ত্রী সাফিয়া বেগম বলেন, আমার মূল বাড়ি উপজেলার পশ্চিম আঙ্গারিয়ায় ছিল। পায়রা নদীর ভাঙ্গনে সহায় সম্বল সবকিছু হারিয়ে রাস্তার পাশে পরের জমিতে ছাপড়া দিয়ে কোন রকম অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতাম। মানবতার মা শেখ হাসিনা আমাগো ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন।উত্তর মুরাদিয়া আশ্রয়নের আবাসনে বসবাসরত প্রতিবন্ধী লিটন হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম বলেন, অসুস্থ অসহায় স্বামীকে নিয়ে আশ্রয়হীন অবস্থায় ভবঘুরে জীবন যাপন করতাম।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়