ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব: বিষাদ কাব্যের উপমা

অনিন্দ্য নূর

প্রকাশিত: ১২:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমার স্বচ্ছ নীল চোখের শিহরণে—
এখন একশ রাত্রির ফেরারি অন্ধকার।
আমি পৌনঃপুনিক পাপ করি পথ ভুলি
তোমার অলৌকিক নিশ্বাসের ভীতু ঝড়ে।
বাউণ্ডুলে সন্ধ্যামাখা গোধূলি বেয়ে সাত রং
চুয়ে চুয়ে পড়ছে—পৃথিবীর বেলাভূমির পথে।
বার বার হোঁচট খাওয়া জ্যোৎস্নার স্পর্শ ঠোঁটে
বিমূর্ত চুম্বন লেগে আছে—হ্যাপিতেশ আকাশে।

আমার মহল, মঞ্জিলে রাহুল পূর্ণিমার গ্রহণ—
জীবনের সহস্র শুদ্ধ বাণী দাগ কাটে বেহালায়।
উন্মাদ চারণ কবি পঙ্কিল নক্ষত্রের আলো কেড়ে
প্রভাত শিউলি হয় ঝরে—ফুলসজ্জা বিছানায়।
দুঃখ-কষ্টে মত্ত ক্যাফেইনে তোমার ভাড়াটে অনুভূতি
আমি শত প্রহসনে এক পৃথিবী কাব্য লেখি।

সর্বশেষ
জনপ্রিয়