ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব : কাঙ্ক্ষিত আশ্রয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২০ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : কাঙ্ক্ষিত আশ্রয়

কবিতা পর্ব : কাঙ্ক্ষিত আশ্রয়

কাঙ্ক্ষিত আশ্রয়

আমি উপকূলরেখা ধরে হাঁটছিলাম
তুমি উচ্চভূমি ধরে
চারিদিকে ধারালো ফলা
হতাশা, অসহায়, ভয়, বিকট দুর্গন্ধ
দিকহারা হয়েই আনমনে
একসঙ্গে নিচে নেমেছি স্বর্গের অপেক্ষায়।

দুই হাত—চার হাত—আট হাত...
অসংখ্য হাতের বন্ধনে দীর্ঘ ভ্রমণপথ
তুমি আমি মিলে
সঙ্গে ওরা—‘আমরা’ হই স্বর্গের বাসিন্দা।

ফাঁকহীন দুর্ভেদ্য দেওয়ালের ঘরই কাঙ্ক্ষিত আশ্রয়।

****

সর্বশেষ
জনপ্রিয়