ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব : তুমি না হয় অন্য কারোই থেকো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১৬ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : তুমি না হয় অন্য কারোই থেকো

কবিতা পর্ব : তুমি না হয় অন্য কারোই থেকো

তুমি না হয় অন্য কারোই থেকো

এই জীবনে তুমি না হয় অন্য কারোই থেকো
প্রথম পাওয়া ভালোবাসা আড়াল করেই রেখো
মরচে ধরা দিনগুলোকে চোখের জলে ঢেকো
দীর্ঘ হওয়া দীর্ঘশ্বাসে নিজেই নিজে রুখো।

এই জীবনে তুমি না হয় হলে স্বার্থপর
বাঁধলে না হয় আমায় ফেলে অন্য কারো ঘর
স্রোতে ভাসা নদীর মাঝে জাগিয়ে নতুন চর
দুই পাড়েতেই দেখলে নাকি তুমি জীবনভর!

এই জীবনে তুমি না হয় অতীত ভুলে গেলে
দুঃখের কোলে সুখ জড়িয়ে আঁধার রাত্রি পেলে
রাতের বনে জোনাক আলো ক্ষণে ক্ষণে জ্বেলে
নতুন করে সাজিয়ে নিয়ো পুরোনো প্রদীপ ফেলে!

এই জীবনে তুমি না হয় ভাঙলে আঁধার রাত
নতুন করে ধরলে না হয় অন্য কারো হাত
দেখলে না হয় তারই সাথে ঝলসে থাকা চাঁদ
দহন রেখে এহেন সুখে তোমার সুপ্রভাত!

****

সর্বশেষ
জনপ্রিয়