ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব : বদলে যাওয়া মুখের টানে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : বদলে যাওয়া মুখের টানে

কবিতা পর্ব : বদলে যাওয়া মুখের টানে

বদলে যাওয়া মুখের টানে

তোমার বদলে যাওয়া মুখের টানে
আমার সদ্য লেখা দুঃখ গানে
একই রেখা।
জানি না হবে কি না
আবার সেই সে হিজল তলে
আবার দেখা।

তোমার নরম হাতের আলতো ছোঁয়া
লজ্জা মাখা শরীর ধোয়া
বৃষ্টি ফোঁটা।
তোমার প্রেমকাতুরে ওষ্ঠ ভাঁজে
জীবন আমার আবার সাজে
জীবন গোটা।

তোমার অগোছালো কালো চুলে
সকাল-সন্ধ্যা মনের ভুলে
হাত বুলানো।
তোমার মুখের একটি কথা
দূর করে দেয় মনের ব্যথা
মন ভুলানো।

জানি না পাবো কি না
আবার সেই সে মধুর দিনের
একটু ছোঁয়া।

****

সর্বশেষ
জনপ্রিয়