ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব : বোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ১৫ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : বোধ

কবিতা পর্ব : বোধ

এখানে পলিথিনের পোড়া গন্ধে সুগন্ধি বেড়েছে
যেন দুশ্চিন্তা বরণে—মনে হয় ছিঁড়েছে পাঁজর
পঞ্চইন্দ্রিয়ের ঘ্রাণে; মাতোয়ারা বসন্ত নীরবে
কাকের মতো কোকিল, ভাগাড়েই শকুনের চোখ
কার প্রতি কার ঝোঁক! নেই শুধু মানুষে কমতি
জানি কিছু কিছু বাচ্চা ডাস্টবিনে ময়লা আনন্দে

হয়তো বলছি বাচ্চা এই, বাচ্চা মানুষের কথা
মানুষের সুসন্তান হয় জানি; বাচ্চা নয় মানি—
সে-তো হয় জন্তুদের—জানোয়ার বাচ্চা থেকে বাচ্চা
শিক্ষা খায় শুধু শিক্ষা, বমি করে দুর্নীতি কুশিক্ষা
সাইলেন্সারের মতো দেখো আজ বোধের পাইপ
থেকে শুধু নামে মাত্র; নিয়ন্ত্রণ কী অনিয়ন্ত্রণে?

বোধের শরীর জুড়ে—রকমারি হে পলিউশন
কন্ট্রোলের নামে রোল জারি করে মস্ত কট্রোলার!
মেহেরপুরের সেই আমবন বা কলাভবন
পরিপূর্ণ বোবা আজ—কথামালা বেশ উদয়াস্তে
পশুর বাচ্চারা নয় মানুষের সন্তানেরা কেন
বোঝে না, আরও ভালো হতো ভালো হলে বোধহয়।

একটি সত্যের জন্য স্বর্গভূমি নরকের কূলে
চোখবুঁজে চেয়ে আছে দেখে রূপনারানের কূলে।

****

সর্বশেষ
জনপ্রিয়