ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কবিতা পর্ব : সরু টানেলের ওপারে তোমার মুখ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ৩ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : সরু টানেলের ওপারে তোমার মুখ

কবিতা পর্ব : সরু টানেলের ওপারে তোমার মুখ

সরু টানেলের ওপারে তোমার মুখ

সরু টানেলের ওপারে তোমার মুখ
উজ্জীবিত তৃষিত-মন
উদাসীন সুরের তরঙ্গ ভেসে আসে
তোমাকে পাওয়ার আশায়।

না-না না করে করে ঠকিয়েছো আমাকে?
জানি না, জানি না
এই বসন্তে না-না মানি না!
শিমুল কৃষ্ণচূড়ায় যুবতীর রং
সমীরণে উড়ে উড়ে গুঞ্জরণ
দোলা দেয় ব্যাকুলতাকে।

দ্যাখো, ওই ইডেনে ষোলোর বালক
চৌদ্দের বালিকা
সবুজ সতেজ, হিমভিজে ঘাস
অগাধ উচ্ছ্বাস, মেঘের চঞ্চলতা
বাসিন্দাদের মুক্তি পেরিয়ে বহুদূর।

তাই বলি, উড়ে যাক তোমার অহম
খুলে যাক অতি শৃঙ্খলা
উড়ে উড়ে বিস্তৃত হোক অবরোহী সাদা
ভরে উঠুক তোমার বুক ও মুখে।

এবার না-না করো দেখি
কত্ত বড় সাহস তোমার বুকে!
এবার পিছিয়ে যাও দেখি!
কত সাহস তোমার বুকে, দেখি!

****

সর্বশেষ
জনপ্রিয়