ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কিশোরগঞ্জে শস্য মাড়াই যন্ত্রের ব্যবহার বিষয়ে ট্রায়াল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৩ মার্চ ২০২৪  

কিশোরগঞ্জে শস্য মাড়াই যন্ত্রের ব্যবহার বিষয়ে ট্রায়াল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শস্য মাড়াই যন্ত্রের ব্যবহার বিষয়ে ট্রায়াল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বারি উদ্ভাবিত শস্য মাড়াই যন্ত্র ব্যবহারের ওপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী গ্রামে অনুষ্ঠানটির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর সরেজমিন গবেষণা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল আরএআরএস এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১৬০ জন কৃষককে উদ্বুদ্ধ করার জন্য কৃষি ষন্ত্রপাতির ব্যবহার সরেজমিনে দেখানো হয়।

কিশোরগঞ্জ জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ৫৩টি কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। কিশোরগঞ্জ জেলার নিকলী ও সদর উপজেলায় মোট ১৮ প্রকার যন্ত্র লোকাল সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে কৃষকের মাঠে চালানো হচ্ছে। সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছে বারি বীজ বপন যন্ত্র, শস্য কর্তন, মাড়াই, ঝাড়াই, সেচ পাম্প, তেল ভাঙ্গানো, ভুট্টা মাড়াই ইত্যাদি যন্ত্রপাতি।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়