ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছড়া : সোনামণির দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৪ মার্চ ২০২৪  

ছড়া : সোনামণির দল

ছড়া : সোনামণির দল

সোনামণির দল

হেসে-খেলে ঘুরে-ফেরে
সোনামণির দল,
খেলাধুলার মাঝে তারা
বাড়ায় মনোবল।

মাঝে মাঝে করে কতো
নানা রকম খেলা,
অলস শিশু নয় যে তারা
নাইকো কাজে হেলা।

হাসি-খুশি বড় উদাসী
তারা বড়ই চঞ্চল,
হেসে-খেলে ঘুরে-ফেরে
সোনামণির দল।

দেখতে লাগে বড্ড ভালো
তাদের নাচানাচি,
মাঝে মাঝে খেলে তারা
খেলে কানামাছি।

বন্ধু-বান্ধব মিলেমিশে
বাঁধে বন্ধুজোট,
মাঝে মাঝে খেলে তারা
খেলে গোল্লাছুট।

মোরা সবে দেখিনি তাদের
থাকতে খুশিহীন,
হাসি-খুশি কাটে খেলায়
কাটে সারাদিন।

****

সর্বশেষ
জনপ্রিয়