ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

জালাল উদ্দিন খাঁ’র জন্মবার্ষিকী পালনে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ৮ এপ্রিল ২০২৪  

জালাল উদ্দিন খাঁ’র জন্মবার্ষিকী পালনে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন খাঁ’র জন্মবার্ষিকী পালনে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদকপ্রাপ্ত (২০২৪) মরমী কবি বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ এঁর ১৩০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঁঞা, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি পালা-নাট্যকার রাখাল বিশ্বাস, প্রেসক্লাবের সদস্য মোঃ আশরাফ উদ্দিন, শিল্পী প্রদীপ চন্দ্র সাহা, সুসেন রায়, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য বেগম সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওহাব, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা, কেন্দুয়া হিমালয় গ্র“পের ডিরেক্টর মিজানুর রহমান মিজান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার, গীতিকার রফিকুল ইসলাম, ফজলুর রহমান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়