ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নেত্রকোণা জেলার পূর্বধলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ১৮ মার্চ ২০২৪  

নেত্রকোণা জেলার পূর্বধলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নেত্রকোণা জেলার পূর্বধলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নেত্রকোণার পূর্বধলায় গতকাল রোববার (১৭ মার্চ) নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালী, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক বাবুল, আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন প্রমুখ।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে।

উপজেলা পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আগিয়া উচ্চ বিদ্যালয়, ধলামুলগাও উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়, দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, পূর্বধলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরবান একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালীসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়