ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৪ মার্চ ২০২৪  

বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

শীর্ষ লিগে খেলা কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড এখন আল হিলালের। মঙ্গলবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নশিপ লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। এতে টানা ২৮ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।২০১৬-২০১৭ মৌসুমে ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টস টানা ২৭ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। ১৯৭১-৭২ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জেতার রেকর্ড ভাঙে সেন্টস। এবার তাদের রেকর্ড ভাঙলো আল হিলাল।

গত বছর ২১ সেপ্টেম্বর লিগের ম্যাচে দামাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে টানা জিতেই চলেছে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের দল। লিগে ১৬টি, কাপ প্রতিযোগিতায় ৩টি এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচ জিতেছে তারা।

আল হিলালের এই রেকর্ড-গড়া জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পায়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। সম্প্রতি চোট কাটিয়ে সৌদি আরবে ফিরেছেন তিনি। তবে এখনও মাঠে নামার মতো ফিট নন নেইমার।

সর্বশেষ
জনপ্রিয়