ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে যা বললেন মায়ামি কোচ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১২ মার্চ ২০২৪  

মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে যা বললেন মায়ামি কোচ

মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে যা বললেন মায়ামি কোচ

লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে এই বছরের প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। রবিবার মন্ট্রিলের কাছে হেরে গেছে ৩-২ গোলে। এই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিলেন কোচ জেরার্ডো টাটা মার্টিনো।৩৬ বছর বয়সী মেসি এই মৌসুমে মমায়ামির তিনটি মেজর লিগ সকার ম্যাচের প্রতিটি মিনিট খেলেছেন। গত বৃহস্পতিবার ন্যাশভিলে এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের খেলাতেও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মেসি।মার্টিনো মেসিকে নিয়ে বলেছেন, ‘আমরা এক সপ্তাহ আগে এনিয়ে কথা বলেছি। আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে এই খেলায় তাকে বিশ্রামে রাখবো, ন্যাশভিলে ম্যাচে যাই ঘটুক না কেন।’

অবশ্য আরও আগেই মার্টিনো জানিয়ে রেখেছিলেন, মেসির সঙ্গে জর্ডি আলবা, সার্জিও বুশকেটস ও লুইস সুয়ারেজের মতো তারকাদের মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হবে।

মায়ামি কোচ বলেছেন, ‘আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদের দলের সবাই যেন সুস্থ সবল থাকে এবং পুরো মৌসুম টিকে থাকতে পারে।’

রবিবারের ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি মনে করি এই খেলার জন্য আমরাই জয়ের বেশি দাবিদার। স্পষ্টত এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল।’

তার অভিযোগ, মন্ট্রিল খেলোয়াড়রা শেষ দিকে সময় নষ্ট করেছে। মার্টিনো বলেন, ‘লিগ শুরুর আগে আমরা লিগের চেতনা নিয়ে কথা বলেছি এবং জেনেছি। কিন্তু আজ লিগের চেতনা দেখতে পাইনি আমরা। দলটি খেলতে চায়নি। থ্রো ইন, গোল কিক, ফাউল সবক্ষেত্রে রেফারির যোগসাজশে তারা সময় নষ্ট করেছে।’    

সর্বশেষ
জনপ্রিয়