ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

সিটি নির্বাচন : মধ্যরাতের পর বরিশালে বহিরাগত ‘নিষিদ্ধ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ১০ জুন ২০২৩  

সিটি নির্বাচন : মধ্যরাতের পর বরিশালে বহিরাগত ‘নিষিদ্ধ’

সিটি নির্বাচন : মধ্যরাতের পর বরিশালে বহিরাগত ‘নিষিদ্ধ’

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজ শনিবার মধ্যরাতের পর বহিরাগত কাউকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবস্থানও করতে দেওয়া হবে না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা মধ্যরাতের পরে অভিযান পরিচালনা করব। কোনো বৈধ কারণ ছাড়া কোনো বহিরাগতকে শহরে থাকতে দেওয়া হবে না।

নির্বাচনী প্রচারণার জন্য নগরীতে যারা রয়েছেন তাদের বিষয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান। চিকিৎসার মতো বৈধ কারণ না থাকলে আমরা কাউকে থাকতে দেবো না।

তবে তিনি বলেন, কোনো বহিরাগত শহরে এসে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকলে সে বিষয়টি বিবেচনা করা হবে।

গত এক সপ্তাহে বেড়াতে আসা স্বজনদের বাড়িতে ফেরত পাঠানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল ইসলাম।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়