ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

সিলেটের গোয়াইনঘাটে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ৬ নভেম্বর ২০২৩  

সিলেটের গোয়াইনঘাটে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটের গোয়াইনঘাটে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটের গোয়াইনঘাটে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

সকাল সাড়ে ৯টায় মন্ত্রী আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট-গোয়াইনঘাট রাস্তার আঁটলিহাই-নাইন্দা হাওর রাস্তার সাড়ে ৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  পরে তিনি সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল ফাজিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

ইমরান আহমদ বিকেলে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সালুটিকর-গোয়াইনঘাট রাস্তায় বঙ্গবীর সেতুর উদ্বোধন করেন। পরে তিনি ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে তোয়াকুল সেতুর উদ্বোধন করেন।

এছাড়া বিকেল সাড়ে ৪টায় তিনি ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সালুটিকর- গোয়াইনঘাট সড়কের নওয়াগাওঁ সেতুর শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম শহরে পরিণত হয়েছে। দেশের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগের পাশাপাশি প্রতিটি এলাকার আর্থ-সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছ।

দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল আহমদ আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়