ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

উত্তরের জেলা পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। গতকাল বেলা সোয়া ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে চা নিলাম কেন্দ্র উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

পরে অডিটোরিয়ামে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী।

জেলা প্রশাসক  মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি  ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, চাবিষয়ক সংগঠনটির সভাপতি আমিরুল হক খোকন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কান্না না করলে মাও দুধ দেয় না। চা পাতার ন্যায্যমূল্য পেতে হলে কৃষককে ঐক্যবদ্ধ হতে হবে। এরই মধ্যে চা উৎপাদনে চট্টগ্রামকে পেছনে ফেলে দিয়েছে পঞ্চগড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দিয়েছেন। আমরাও কাজ করে যাচ্ছি। পঞ্চগড় তথা সমতল ভূমির চা পাতার মানোন্নয়নে বিদেশী সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত তা বাস্তবায়ন করা হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষক তাদের উৎপাদিত চা পাতার ন্যায্যমূল্য পাচ্ছেন না এমন অভিযোগ আমরা অনেক পেয়েছি। তবে এ নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি কৃষক ন্যায্যমূল্য পাবেন। এছাড়া পঞ্চগড়ের চা পাতা উৎপাদনকারী কৃষকের জন্য সরকার সবসময় কাজ করে যাবে।’

২০২২ সালের ২৩ অক্টোবর পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় সরকার। অবশেষে কাঙ্ক্ষিত চা নিলাম কেন্দ্র চালু হওয়ায় ন্যায্যমূল্য পাওয়ার স্বপ্ন দেখছেন উত্তরাঞ্চল তথা সমতলের চা চাষীরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়