ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ময়মনসিংহ জেলার তারাকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৮ এপ্রিল ২০২৪  

ময়মনসিংহ জেলার তারাকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার তারাকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

"প্রাণিসম্পদ ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী, কামারিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ সমপ্রসারন কর্মকর্তা মিল্টন কুমার বসাক প্রমূক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,তারাকান্দা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।

উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪২ টি স্টল উন্নত জাতের গাভী,বকনা,ষাড়, ভেড়া, ছাগল, পাঠা,হাঁস, মুরগি,খরগোশ কবুতর,প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। তাদের মধ্যে ৮ টি ক্যাটাগরিতে আটজন স্টল মালিক কে পুরস্কার প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়