ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফলাফল প্রকাশ করা হয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২ অক্টোবর ২০২২  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফলাফল প্রকাশ করা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফলাফল প্রকাশ করা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন।

১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়